সরকারকে বৃহত্তর জনগণের চেতনা উপলব্ধি করে তাদেরকে গুরুত্ব দেয়ার আহ্বান জামায়াতের

0

সরকারকে বৃহত্তর জনগণের চেতনাকে উপলব্ধি করে তাদেরকে গুরুত্ব দেয়ার আহ্বান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। আজ (সোমবার, ১৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতির এই পরিবর্তনে ওলামাদের অনেক অবদান আছে। অনেকেই দফায় দফায় শহীদ হয়েছেন। তাদের অবদানকে উপেক্ষা না করে তাদের এই ত্যাগের স্বীকৃতি সরকারকে দিতে হবে।’ 

নির্বাচনের মাধ্যমে না হলেও এ সরকার জনগণ দ্বারা প্রতিষ্ঠিত সরকার। জনগণের চেতনাকে ধারণ করলে আন্দোলনের এই ফসলকে কেউ নস্যাৎ করার দুঃসাহস দেখাবে না বলেও জানান তিনি।

জামায়াতের আমির ওলামাদের উদ্দেশ্য করে বলেন, ‘একটি বক্তব্য একটি জাতির মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই বক্তব্য রাখতে গিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।’ 

এখন জাতীয় ঐক্যের প্রয়োজন বলেও মনে করেন আমিরে জামায়াত।

ইএ