বক্তব্যে এস জয়শঙ্কর বলেন, ‘সবসময় সবকিছু আমাদের অনুকূলে থাকে না। কোথাও কোথাও সমস্যা থাকেই। বাংলাদেশে যে ঘটনাগুলো সাম্প্রতিক সময়ে ঘটেছে, সেটা তাদের অভ্যন্তরীণ রাজনীতি। যা হয়েছে পুরোটাই তাদের অভ্যন্তরীণ ইস্যু।’
তিনি আরো বলেন, ‘আমরা তো সম্পর্ক ভালো রেখে এগিয়ে যাই। বিশ্বাস করি যে, সম্পর্কের গুরুত্ব তারা বুঝবে। আমার মনে হয়, প্রতিবেশী দেশ সবসময় একে অন্যের ওপর নির্ভরশীল থাকে। বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে নাক না গলানোই ভালো। আমাদের সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই।’