রাজনীতি
0

রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের আহ্বান আমির খসরুর

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে করেছে গণফোরাম, ন্যাপ ভাসানী ও বাংলাদেশ পিপলস পার্টির নেতারা। আজ (শুক্রবার, ৬ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে গণফোরামের নেতৃত্বে দেয় অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

এ সময় রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও লিয়াঁজো কমিটি প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বৈঠকে উপস্থিত ছিলেন। ন্যাপ ভাসানীর ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম।

এছাড়া মোহাম্মদ বাবুল সরদার চাখারীর নেতৃত্বে বাংলাদেশ পিপলস পার্টির ১১ জন প্রতিনিধি বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে লিয়াঁজো কমিটি প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন বাংলাদেশে সংস্কার আনা হচ্ছে। এর জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। কোন দল একা এই পরিবর্তন আনতে পারবে না

এই সম্পর্কিত অন্যান্য খবর