আজ (সোমবার, ১৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, 'বাংলাদেশের মানুষ যে মুক্তির আন্দোলন করছে তার প্রভাব হচ্ছে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন।'
তিনি বলেন, 'দেশে নির্বাচিত সরকার থাকলে কোটা সংস্কারের মত এমন আন্দোলন হতো না। নতুন প্রজন্মের কাছে সরকার অত্যাচার-নির্যাতন করে টিকবে না। আন্দোলন চলমান আছে। ২০-৩০ লাখ মানুষের জনসভায় গুলি-টিয়ার গ্যাস মারার ফলে আন্দোলন আরও শক্তিশালী হয়েছে।'
এছাড়া চলমান কোটা আন্দোলনকে ন্যায়ের পক্ষে আখ্যা দিয়ে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান বিএনপির এই সিনিয়র নেতা।