অর্থনীতি , পরিষেবা
দেশে এখন
0

চারদিন পর চালু হচ্ছে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট

বন্যার কারণে টানা চারদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। বন্যার পানি সরে যাওয়ায় প্রয়োজনীয় কারিগরি কাজ শেষে আজ (রোববার, ২৫ আগস্ট) বিকেল থেকে যাত্রী পারাপার শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো. খায়রুল আলম জানান, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের ফলে গত ২১ আগস্ট সকালে পানিতে তলিয়ে যায় ইমিগ্রেশন চেকপোস্ট।

পানি প্রবেশ করে ইমিগ্রেশন ভবনের ভেতরেও। ফলে ওইদিন সকাল ১০টা থেকে যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পরে গত শুক্রবার (২৩ আগস্ট) ইমিগ্রেশন ভবন থেকে পানি নেমে গেলে পুনরায় যাত্রী পারাপার চালুর উদ্যোগ নেয়া হয়।

তবে বন্যার কারণে বৈদ্যুতিক লাইনসহ কারিগরি কিছু ত্রুটি দেখা দেয়। রোববার দুপুরে ঢাকা থেকে একটি কারিগরি দল এসে ত্রুটি মেরামত করার পর বিকেল থেকে যাত্রী পারাপার শুরু হবে বলে জানান ওসি।

এ দিকে, যাত্রী পারাপার বন্ধের কারণে গত চারদিনে যাত্রীদের ভ্রমণ কর বাবদ সরকার অন্তত ১৬ লাখ টাকার রাজস্ব হারিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

tech