নড়াইল সদর উপজেলার বীড়গ্রামের কৃষক রবি বিশ্বাস। গত মৌসুমে সরিষা চাষ করে লাভবান হওয়ায় চলতি বছরও নিজের তিন বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। আর সরিষার ফলন ভালো হওয়ায় প্রায় দেড় লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
শুধু রবি বিশ্বাসই নয়, জেলার কয়েক হাজার প্রান্তিক কৃষক সরিষা আবাদ করে লাভবান হয়েছেন। জেলার ৩ উপজেলার মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি আবাদ হয়েছে।
কৃষকরা বলেন, ‘সরিষা চাষে ধান-পাটের চেয়ে কিছুটা খরচ কম। আর অল্প দিনে চাষ করা যায় বলে এটি লাভজনক ফসল।’
চলতি মৌসুমে প্রতিমণ সরিষার বাজার দর সাড়ে ৩ হাজার টাকা। সেই হিসেবে জেলায় উৎপাদিত ৩ লাখ ৬০ হাজার মণ সরিষার দাম অন্তত দেড়শ’ কোটি টাকা।
নড়াইলের মাটি ও জলবায়ু সরিষা চাষের উপযোগী। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, ‘এ বছর আমরা জেলার ১৩ হাজার ৬০০ জন কৃষককে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করেছি।’
কৃষি বিভাগের তথ্য মতে, নড়াইলে বীনা ৪, ৯, ১১ ও ১৪ জাতের সরিষার উৎপাদন বেশি হয়। চলতি বছর জেলার ১২ হাজার ৯০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।