বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত

জীবনযাপন , ধর্ম
দেশে এখন
0

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ (সোমবার, ৩১ মার্চ) সকাল ৭টায় ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত রাখা হয়। যেখানে ২য় জামাত সকাল ৮টায়, ৩য় জামাত ৯টায়, ৪র্থ জামাত ১০টায় এবং সব শেষ ও ৫ম জামাত ১০:৪৫ মিনিটে। অংশ নেয় শিশু, তরুণ, বৃদ্ধ সব বয়সী মুসল্লিরা।

ঈদের নামাজ শেষে বাংলাদেশ সহ সারা বিশ্বাসের মুসলমানদের জন্য দোয়া করা হয়। ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি কামনা করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া করা হয়। আহতদের সুস্থতাও কামনা করা হয়।

ইএ