যাত্রী চাপ বাড়ায় আজ (শুক্রবার, ৪ এপ্রিল) সকাল থেকে ময়মনসিংহের মাসকান্দা বাস- টার্মিনালে দেখা দেয় পরিবহন সংকট। টিকিট কেটে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।
ঈদ শেষে ফেরার পথে যানজট কিংবা কোন দুর্ভোগ ছাড়াই কর্মস্থলে ফিরতে চান সাধারণ যাত্রীরা।
এদিকে, সড়ক এবং টার্মিনালে শৃঙ্খলা ফেরাতে শ্রমিক নেতারা মাঠে নেমেছেন।
ঈদের ছুটির শেষ সময়ে বগুড়ায় বেড়েছে যাত্রীর চাপ। সড়কে ভোগান্তি এড়াতে ছুটি বাকি থাকতেও কর্মস্থলে ফিরছেন অনেকেই। যাত্রী বেশি হওয়ায় টিকিট পেতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।
ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ বিভিন্ন রুটে টিকিট প্রতি ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে।
সিরাজগঞ্জে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে নিউ ঢাকা রোডের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালায় জেলা প্রশাসন। এসময় এসআই এন্টারপ্রাইজ ,সেবা লাইন, জেনিন সার্ভিস এবং অভি বাসের কাউন্টারকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।