স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বদরগঞ্জ উপজেলা বিএনপির ২ নেতার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সবশেষ একটি দোকান ভাড়াকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। ঘটে হামলা ও ভাঙচুরের ঘটনাও।
এ নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিকের ছেলের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর বক্তব্য ছড়ানোর অভিযোগ ওঠে। প্রতিবাদে দুপুরে বদরগঞ্জ শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে ক্ষিপ্ত হয় জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকারের সমর্থকরা। একপর্যায়ে মানববন্ধনে বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন স্থানীয় সংবাদকর্মীসহ অন্তত ৩০ জন।
এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মারা যান লাভলু নামে একজন বিএনপি কর্মী।
এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।