এ ঘটনায় কারখানা মালিক মো. ওসমান মাহমুদের ধামরাই থানায় করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে কারখানায় সংঘবদ্ধ সাতে থেকে দশজন অস্ত্রধারী ডাকাতদল কারখানায় ঢুকে নিরাপত্তা প্রহরীদের জিম্মি করে অন্তত সাড়ে তিন লাখ নগদ টাকা ও কম্পিউটারসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম অভিযোগের তথ্য নিশ্চিত করেন।