টার্মিনাল পরিদর্শনে এসে কাউন্টারে থাকা স্টাফ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। যাত্রীদের কাছে খোঁজখবর নেন অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে কী না সে বিষয়ে।
এ সময় উপদেষ্টার সঙ্গে হাইওয়ে পুলিশ, বিআরটিএ এবং বাস মালিকের প্রতিনিধি ছিল।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা ফাওজুল কবির বলেন, 'মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সকল জেলা ও হাইওয়ের পুলিশ নিরলসভাবে কাজ করছে।'
রাজধানীতে ফিরতি পথেও কোনো ভোগান্তি হবে না বলেও প্রত্যাশা সড়ক উপদেষ্টার।