টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন-বোনাসের জন্য ২ কোটি টাকার ব্যবস্থা

দেশে এখন
0

টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন-বোনাসের জন্য আপাতত ২ কোটি টাকার ব্যবস্থা করা গেছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

আজ (শনিবার, ২৯ মার্চ) শ্রম ভবনে টিএনজেড কর্তৃপক্ষ, শ্রমিকদের প্রতিনিধি দল ও সরকারের মধ্যকার সভা শেষে এ কথা জানান তিনি।

সচিব বলেন, 'এই মুহূর্তে সম্পূর্ণ বকেয়া পরিশোধ করা না গেলেও ঈদের পর ৮ এপ্রিলের মধ্যে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়া হবে।'

তিনি জানান, গ্রুপটির সকল শ্রমিকদের পাওনা পরিশোধে ১৭ কোটি টাকার প্রয়োজন হলেও কোম্পানির ব্যাংকে রয়েছে মাত্র এক কোটি টাকা।

ঈদের পর মালিক পক্ষের সাথে আলোচনা করে পাওনা পরিশোধ নিশ্চিত করা হবে বলে জানান তিনি। তবে তার বক্তব্য প্রত্যাখ্যান করে শ্রম ভবনের সামনে বিক্ষোভ অব্যাহত রেখেছে শ্রমিকরা।

ইএ