আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) প্রথমেই স্থানীয় সময় সকাল ৯টায় বৈঠক করেন চীনের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুই-জিয়াংয়ের সাথে। বৈঠকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাতে আলোচনা করেন তারা।
এরপর স্থানীয় সময় সকাল ১০টায় বোয়াও সম্মেলনের সাইডলাইনে চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউয়ু'র সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কাজে সহজ শর্তে ঋণ দেয়ার বিষয়ে আলোচনা হয়।
এদিকে বোয়াও সম্মেলনের ফাঁকে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের সভাপতি চেন সিচাংয়ের সাথে বৈঠক করেন বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
বৈঠকে মোংলা এলাকায় একটি সম্ভাব্য দ্বিতীয় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেন তারা। একইসঙ্গে চীনের সিসিইসিসি পরিচালিত প্রকল্পগুলোতে বিশ্বজুড়ে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয় বৈঠকে।