স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে ট্রাম্পের শুভেচ্ছা

দেশে এখন
0

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি।

এ সময় ট্রাম্প জানান, এই অন্তর্বর্তী সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক উন্নতি ও নিরাপত্তা তৈরিতে একটি সুযোগ এনে দিয়েছে। সামনের বছরগুলোতে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট

দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ট্রাম্প। এছাড়া ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথাও বলেন তিনি।

এসএস