ঈদের বাকি আছে আর মাত্র কয়েকদিন। শেষ সময়ে এসে তাই বিভিন্ন মার্কেট আর শপিংমলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। স্বাধীনতা দিবসের ছুটি থাকায় পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ার আগে কেনাকাটা করতে এসেছেন অনেকেই।
ক্রেতাদের মধ্যে একজন বলেন, 'ঈদে কেনাকাটা করে অনেকেই বাড়িতে চলে গেছেন। খন হয়তো মার্কেটটা একটু ফাঁকা পাওয়া যাবে। সেজন্য বাচ্চা-কাচ্চা আর বউ নিয়ে আসা।'
শেষের দিকে এসে জামা জুতার সাথে মিলিয়ে আনুষঙ্গিক অন্যান্য জিনিস কিনছেন ক্রেতারা। এ বছর পোশাক থেকে শুরু করে প্রসাধনী সবকিছুর দাম বেশি বলে শেষ সময়ে এসে বাজেটে কিছুটা কাটছাঁট করতে হচ্ছে বলেন জানান ক্রেতারা। ডিস্কাউন্ট অফারের দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো।
ক্রেতাদের মধ্যে একজন বলেন, 'সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করছি যে আমাদের সুবিধা অনুযায়ী যেটা কেনা যায়। ডিস্কাউন্ট তো আছেই তারপরও দাম তো আগে থেকেই চড়া।'
বিক্রেতারা বলছেন শুরুতে ক্রেতার চাপ কম থাকলেও শেষদিকে এসে বেড়েছে। তবে অন্যান্য বছরের চেয়ে বিক্রি কম বলে দাবি তাদের।
একজন বিক্রেতা বলেন, 'এবার গরমের আবহাওয়াটা একটু বেশি, যার কারণে সুতি কাপড়টাই বেশি চলছে। বিশেষ করে টি-শার্ট আর পোলো টি-শার্ট চলছে বেশি।'
চাঁদ রাত পর্যন্ত ক্রেতা সমাগম এবং বিক্রি দুটোই বাড়বে বলে আশা বিক্রেতাদের।