ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবনায় ১৫১টির সাথে একমত রাষ্ট্র সংস্কার আন্দোলন

দেশে এখন
0

তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দিয়ে ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১৫১টির সাথে একমত পোষণ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। আর পাঁচটির সাথে দ্বিমত ও দশটির সাথে আংশিক একমত তারা। এছাড়া আজ (রোববার, ২৩ মার্চ) দুপুরে ঐকমত্য কমিশনে প্রস্তাব জমা দিবে বিএনপি ও এনসিপি।

আজ সকাল সাড়ে ৯টার দিকে কমিশনের সংলাপে যোগ দেয় রাষ্ট্র সংস্কার আন্দোলন। পরে সংসদ ভবনের এলডি হল থেকে বের হয়ে দলটি গণমাধ্যমকে জানায়, নির্বাচনের আগে অথবা একই সময় গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার চায় তারা।

বেলা সাড়ে ১২টায় ঐকমত্য কমিশনে বিএনপির সংস্কার প্রতিবেদন হস্তান্তর করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে এক প্রতিনিধি দল।

এছাড়া দুপুর ২টায় জাতীয় নাগরিক পার্টি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তাদের প্রাথমিক সংস্কার প্রস্তাবগুলো সুপারিশ করবে। সেখানে এমপি প্রার্থীদের ন্যূনতম বয়স ২৩ এবং ভোটারদের ন্যূনতম বয়স ১৬ বছর করার সুপারিশ থাকবে বলে জানিয়েছে এনসিপি।

এসএইচ