রেলের টিকিট অভিনব কায়দায় কালোবাজারি, একজন আটক

অপরাধ ও আদালত
দেশে এখন
0

ঈদের আগে অভিনব কায়দায় কালোবাজারি হচ্ছে রেলের টিকিট। এবার ঈদের আগাম টিকেট শতভাগ অনলাইনে হলেও ফেসবুকে সক্রিয় কালোবাজারি চক্র। আজ (বৃহস্পতিবার, ২১ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমলাপুর এলাকা থেকে এমন এক টিকেট কালোবাজারিকে আটক করেছে ঢাকা রেলওয়ে পুলিশ।

শুক্রবার সকালে আটক এই কালোবাজারির কাছে মিলেছে ঢাকা -কিশোরগঞ্জ রুটের ২১ টি আসনের টিকেট। আটকের পর মো. রাকিব মিয়া জানায় ১৮০ টাকার টিকিট অনলাইনে ৫০০ টাকা করে বিক্রি করে আসছিলো সে।

একাধিক জাতীয় পরিচয়পত্র ও মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকেট কালোবাজারি করার পাশাপাশি ফেসবুকে গ্রুপ খুলে টিকেট বিক্রির প্রচারণা চালাচ্ছিল। আটককৃতের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

এক বছরে টিকেট কালোবাজারি মামলায় ৬৩ জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এর মধ্যে রেলের কর্মচারী তিন জন।

এসএস