বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, 'বিশ্বজুড়ে ইসলামি সন্ত্রাসবাদকে পরাজিত করতে বদ্ধ পরিকর ট্রাম্প প্রশাসন। ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘদিন ধরে হত্যা, নির্যাতন ও নিপীড়নের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় উদ্বেগের বিষয়।'
এ সময় তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। বাংলাদেশে ইসলামি চরমপন্থা ও সন্ত্রাসীগোষ্ঠীর উত্থানের কথাও তুলে ধরেন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড।
তিনি বলেন, 'ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এরইমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং আগামী দিনেও বাংলাদেশ ইস্যু যুক্তরাষ্ট্রের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে।'