তিনি বলেন, ‘ভিন্ন মত থাকা সৌন্দর্য, তবে জাতীয় স্বার্থে সবাইকে এক থাকা উচিত।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘মতপার্থক্য যেন মতবিরোধে পরিণত না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে।’
দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ‘স্বাধীনতার প্রশ্নে আপসহীন থাকায় আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে।’
এসময় শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিও জানান তিনি। দেশের অর্থনীতিতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে আগামীর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রত্যাশা করেন জামায়াত আমীর।