আসছে ২৬ মার্চ ও ঈদের ছুটিতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র অতিরিক্ত সচিব নাসিমুল গণি। তিনি জানান, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যাতে কোনোরকম সমস্যা তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের এটি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ (রোববার, ১৬ মার্চ) সচিবালয়ে ২৬ মার্চ ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এই কথা বলেন তিনি।
নাসিমুল গণি বলেন, 'দেশ এখন উদযাপনের পরিস্থিতিতে নেই। তাই গেলবারের মত এবারও ২৬ মার্চের কুচকাওয়াজ হচ্ছে না।'
তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা বলেছেন দেশ এখন ওয়ার ফুটিং(যুদ্ধকালীন পরিস্থিতি) মুডে আছে, তাই এবারও উদযাপন নয়।'