আজ (শনিবার, ১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ৬০ ফিট এলাকায় সড়ক পরিদর্শন করে এ কথা বলেন উত্তর সিটির প্রশাসক। এসময় তিনি আরো বলেন, ‘যারা সরকারি রাস্তার কাজে বাধা সৃষ্টি করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না।’
পাশাপাশি রাস্তার পাশে কোনো বাড়ি প্ল্যানের বাইরে নির্মিত হলে তার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ডিএনসিসি প্রশাসক।
এসময় ঈদের পর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরুর আশাবাদ ব্যক্ত করেন তিনি।