সফরের দ্বিতীয় দিনে আজ ব্যস্ত সময় পার করবেন জাতিসংঘ মহাসচিব

.
দেশে এখন
0

ঢাকা সফরের দ্বিতীয় দিনে আজ (শুক্রবার, ১৪ মার্চ) ব্যস্ত সময় পার করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সকাল ৯টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। পরে সকাল ১০টায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করবেন তিনি।

এরপর রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার যাবেন তারা। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার ও মতবিনিময় সভায় যোগ দেবেন।

চারদিনের সফরে গতকাল (বৃহস্পতিবার, ১৩ মার্চ) বিকেলে ঢাকায় পৌঁছেছেন ঢাকায় জাতিসংঘ মহাসচিব।

এসএস