বণিক সমিতি নেতার কাণ্ড: রোজা না রাখায় প্রকাশ্যে লাঠি হাতে কান ধরিয়ে উঠবস

রোজা না রাখায় প্রকাশ্যে কান ধরিয়ে উঠবস, সমালোচনার ঝড় |
0

লক্ষ্মীপুরে লাঠি হাতে নিয়ে পর্দা লাগানো হিন্দু সম্প্রদায়ের দোকানে ঢুকে রোজাহীন বৃদ্ধ-যুবকরা আহার করছিলেন। এতে লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি হাতে নিয়ে অভিযানে নামে। কয়েকটি খাবার হোটেলে ঢুকে আহাররত অবস্থা কয়েকজন বৃদ্ধ-যুবককে ধরে এনে প্রকাশ্যে রাস্তায় অপমান করেন। একপর্যায়ে তাদেরকে কান ধরিয়ে উঠাবসা করানো হয়।

আজ (বুধবার, ১২ মার্চ) দুপুরে শহরেরর থানা রোডে লক্ষ্মীপুর বণিক সমিতি নেতা আব্দুল আজিজ এ কাণ্ড ঘটিয়েছেন।

এদিকে ঘটনাটির কয়েক খণ্ড ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। লোক লজ্জায় ভুক্তভোগী বৃদ্ধ যুবকরা চলে গেলেও বণিক সমিতির নেতার বিরুদ্ধে সেই ফেসবুকেই নিন্দার ঝড় তুলছেন সচেতন মহল।

একটি ভিডিওতে এক বৃদ্ধকে উদ্দেশ্য করে আজিজকে বলতে শোনা গেছে, 'বেয়াদব, মুখের মধ্যে দাঁড়ি। মৃত্যুর ভয় নাই, চুল পাঁকি গেছে। রোজা কেন রাখেন না, আপনি মুসলমান না? আপনার ছেলে সন্তান আছে না? কেন রোজা রাখতেছেন না?'

বৃদ্ধ বমির কথা বলতেই তিনি বলেন, 'কি বমি হয়েছে? বমি হলে রোজা ভাঙে না। আর কখনও রোজা ভাঙবেন?'

বৃদ্ধ না বললেও তিনি তাকে জোর গলায় বলেন, 'কানে ধরেন, বসেন। আর কখনও রোজা ভাঙবেন না। কাল থেকে রোজা রাখবেন।'

কান ধরানোর ব্যাপারে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বলেন, 'মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। কিন্তু কিছু লোক রোজা না রেখে সামিয়ানা লাগানো দোকানে ঢুকে আহার করছে। এতে রমজানের পবিত্রতা রক্ষায় মুসলমান হিসেবে বণিক সমিতির পক্ষ থেকে আমরা সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছি। এতে কয়েকজন রোজা না রেখে ভুল করেছে বলে জানায়। তাদেরকে শাস্তিস্বরূপ কানে ধরানো হয়েছে।'

শাস্তি দেয়ার তার কোনো ক্ষমতা না থাকলেও দেশের ৯০ শতাংশ মুসলমান দাবি করে প্রকাশ্যে কয়েকজনকে রোজা না রাখায় কানে ধরিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, 'ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নেয়া হবে। এছাড়া ভুক্তভোগী কেউ যদি প্রতিকার চেয়ে অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।'

এসএস