৩৪ রাজনৈতিক দল ও জোটকে ঐকমত্য কমিশনের চিঠি

ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রিয়াজ
ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রিয়াজ | ছবি: এখন টিভি
0

৩৪টি রাজনৈতিক দল ও জোটের কাছে বৃহস্পতিবার (৬ মার্চ) সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কারসহ ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ছক আকারে পাঠানো হয়েছে। যার ওপর ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দল ও জোটগুলো মতামত জানাবে। আজ (সোমবার, ১০ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

ব্রিফিংয়ে তিনি জানান, স্বল্প সময়ের মধ্যেই ঐক্যমত্যে পৌঁছে একটি 'জাতীয় সনদ' তৈরি করতে চায় ঐক্যমত্য কমিশন।

আলী রীয়াজ বলেন, 'ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে ছক পাঠানো হয়েছ, তাতে একমত, একমত নই, আংশিক একমত ঘরে টিক চিহ্নের মাধ্যমে মতামত জানাবে দল ও জোটগুলো।’

এর ভিত্তিতে তাদের সঙ্গে আলোচনা শুরু করবে কমিশন। প্রশ্নোত্তরে ড. আলী রীয়াজ জানান, এক জীবন ও রক্তদানের অভ্যুত্থানের পর সংস্কার প্রশ্নে রাজনৈতিক দল ও জোটগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদ গ্রহণ করা হবে।

এর ভিত্তিতে সরকার সংস্কার বাস্তবায়ন করবে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সবাই একমত হলে গণভোটের মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সম্ভব।'

ইএ