তিনদিনের এ সফরে আজ (বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। বৈঠক করেন উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। আলোচনায় গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের বর্তমান পরিস্থিতি।
বৈঠক শেষে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফিলিপ্পো গ্রান্ডি বলেন, 'অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ, যা প্রশংসনীয়।'
দীর্ঘদিনের চলমান এই সংকট দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, 'মিয়ানমারের পরিস্থিতি অত্যন্ত জটিল ও একাধিক সংঘাত চলছে। এমন পরিস্থিতি সত্ত্বেও সংকট সমাধানের জন্য জোর প্রচেষ্টা চালাতে হবে।'
এ প্রসঙ্গে ফিলিপ্পো গ্রান্ডি বলেন, 'রোহিঙ্গা সংকট নিয়ে সরকারের বৈশ্বিক সম্মেলনে পূর্ণ সমর্থন দিবে ইউএনএইচসিআর।'