বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ

0

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীতে কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ করেন তারা।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে একসঙ্গে রাজপথে দাবি আদায়ে সোচ্চার থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করায় দুঃখপ্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, যতদ্রুত সম্ভব তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়কেও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মাঠে থাকবে ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

তারা বলেন, ছাত্রসংগঠনগুলোকে শিক্ষার্থীদের অধিকারকেই গুরুত্ব দিয়ে কার্যক্রম চালাতে হবে।

ইএ