বাংলাদেশ-ভারত বৈরিতা কমাতে ওমানের মাস্কাটে বসেছিল দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। আভাসও ছিল এই বৈঠকের পর বরফ গলতে পারে দু'দেশের সম্পর্কের। কিন্তু বাস্তবতা ভিন্ন।
রোববার এক বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা দিল্লী সম্পর্ক অবনতির সব দায় দেন বাংলাদেশের উপর। অভিযোগ করেন, ব্যর্থতা ঢাকতে প্রতিদিন অকারণে ভারতের ওপর দোষারোপ করে বাংলাদেশ।
এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পাল্টা বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে সেই সিদ্ধান্ত নিতে হবে ভারতকেও। দেশটি থেকেও অহরহ বাংলাদেশ বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে।
তৌহিদ হোসেন বলেন, 'ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায়। এটা দুইপক্ষেরই বিষয়। এবং এটা বলাতে দোষের কিছু নেই। আমার মনে হয়, আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে এই ব্যাপারে।'
শেখ হাসিনা ভারত থেকে যে বক্তব্য দিচ্ছে সেটি দু'দেশের সম্পর্কের ক্ষতি করছে উল্লেখ করে জানান, সংখ্যালঘু নির্যাতনের নামে প্রপাগান্ডা ছড়াচ্ছে দেশটি।
তৌহিদ হোসেন বলেন, 'আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে, ভারতের আতিথেয়তায় থেকে যে কথাবার্তা বলছেন, এগুলো তো আসলেই ক্ষতিকর।'
এসময় যুক্তরাষ্ট্রের ২৯ মিলিয়ন ডলারের সহায়তার ইস্যুতে নিয়ে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।