গণঅভ্যুত্থানের আবহে পালিত হচ্ছে শহীদ দিবস

দেশে এখন
0

জুলাই গণঅভ্যুত্থানের আবহের মধ্যে পালিত হচ্ছে শহীদ দিবস। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ।

শহীদের রক্তে ভেজা শার্টের রঙ মেখে ফাগুন বাতাসে দোলে পলাশ। ফুলের সুবাসে বৃত্ত হয় লাল, দাঁড়ায় উৎসর্গের মিনার। যার প্রতিটি স্তম্ভে লেখা নাম, বাংলা ভাষা, বাংলাদেশ ও স্বাধীনতা।

২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতির বেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর ১০ মিনিট পর শ্রদ্ধা জানান রক্তাক্ত গণঅভ্যুত্থান পরবর্তী সরকারপ্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এসময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এরপর সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এগিয়ে আসেন হাজারো শহীদের বিনিময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন দেশের কূটনীতিক, প্রধান নির্বাচন কমিশনার, তিন বাহিনী প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।

ভাষা শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। এরপর খুলে দেয়া হয় শহীদ মিনারের ফটক। শ্রদ্ধা জানাতে একে একে এগিয়ে আসে রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ফুলের তোড়া হাতে এগিয়ে আসে সর্বস্তরের ছাত্র-জনতা।

এসএস