কুয়েটের ঘটনায় মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ

0

খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনা দুঃখজনক বলে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বুধবার, ১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় 'তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা' গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, 'তারেক রহমান নির্যাতিত হয়ে বিদেশে থাকলেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সফল নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমানের সঠিক নেতৃত্বে আগামীতে গণতন্ত্র সুসংহত হবে।'

তিনি বলেন, 'কিছু কিছু দায়িত্বশীল লোকদের কথায় দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। জাতিকে বিভক্ত করা থেকে বিরত থাকুন।'

এ সময় মির্জা ফখরুল জাতিকে বিভক্ত করা থেকে বিরত থাকা ও জুলাই আন্দোলনকে বিতর্কিত না করার আহ্বান জানান।

এসএস