নেত্রকোণায় গার্ড অব অনারে মুক্তিযোদ্ধা ও সাবেক ক্যাপ্টেনকে শেষ শ্রদ্ধা

এখন জনপদে
দেশে এখন
0

নেত্রকোণার দুর্গাপুরে গার্ড অফ অনার মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত সেনা ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা আইয়ুব আলীকে (৭৫) শেষ শ্রদ্ধা জানিয়েছেন সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। আজ (শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিরিশিরি ইউনিয়নের পশ্চিম ভুলিগাঁও গ্রামে রাষ্ট্রীয় শ্রদ্ধার জানানো হয়।

এর আগে গত সোমবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার সকালে একটি ফ্লাইটে মরদেহ বাংলাদেশে পৌঁছায়। পরে বিকেলে মরদেহ নিজ গ্রামের বাড়ি ভুলিগাঁও গ্রামে আসলে আনুষ্ঠানিকতা ও জানাজার নামাজ শেষে বাড়ির পাশেই তাকে দাফন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবীর, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, আব্দুল জব্বার মাল, সিরাজুল হক, আব্দুল খালেক সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানান।

সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন মো. তাহমিদুল ইসলাম নোমান নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী স্মরণে আকাশে ফাঁকা গুলি ছড়েন ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

জানা যায়, মুক্তিযুদ্ধকালীন সময়ে আইয়ুব আলী ১১ নম্বর সেক্টরে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়াও নানা কৌশল আর বুদ্ধিমত্তা দিয়ে মাতৃভূমিকে শত্রু পক্ষের হাত থেকে স্বাধীন করেন। দেশ স্বাধীন হওয়ার পর বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) ক্যাপ্টেন হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। ২০০১ সালে তিনি অবসরপ্রাপ্ত হন।

মুক্তিযোদ্ধা আইয়ুব আলী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী তার বড় ছেলের সাথে বসবাস করতেন। সেখানেই ক্যান্সারে আক্রান্ত হলে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

এসএস