এসময় প্রধান উপদেষ্টা বলেন, 'ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশের ব্যাংকিং খাতসহ পুরো অর্থনৈতিক খাত ধ্বংস করে গেছেন। এমনকি ১৫ থেকে ১৬ বছরে সর্বক্ষেত্রে দুর্নীতিতে ছেয়ে যাওয়ায়, বাংলাদেশকে নতুন করে গড়তে হবে।'
বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলে জানান ড. মুহাম্মদ ইউনুস। এই অগ্রযাত্রায় পুরো বিশ্ব বাংলাদেশের পাশে আছে বলেও জানান তিনি।
এর আগে সামিটের সাইড লাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস।
তিনি জানান, আগামী বছরগুলোতে বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য খাতে সম্পর্ক উন্নয়নে কাজ করবে দু'দেশ।