এদিকে দুপুর সোয়া ১২টার দিকে সচিবালয়ে ডাক পেয়ে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে প্রতিনিধিদলের ৭ সদস্য সচিবালয়ে রওনা করেন।
আন্দোলনকারীরা বলছেন, এনটিআরসিএ এখন পর্যন্ত ১৭টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র ৫টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে।
এতে প্রায় ১২-১৩ হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন। বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাস করেও চাকরির সুপারিশ না পেলেও অনেকেই আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন।
এমন পরিস্থিতিতে, সরাসরি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি। তিনি বলেন, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।