জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা

দেশে এখন
0

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি, ফ্যাসিবাদীদের দ্বিগুণ শক্তিতে প্রতিহত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, সমন্বয়ক পরিচয়ে কেউ অপকর্ম করলে ব্যবস্থা নিতে হবে।

আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনে গুম, খুন, হত্যা, ভোটাধিকার হরণ, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধেই ২৪ এর জুলাই-আগস্টে রাজপথে রুখে দাঁড়ায় ছাত্রজনতা। প্রাণ হারানোর সাথে রক্ত ঝরায় ছাত্র জনতা।

হাসিনা পতনের ৬ মাস পর অন্তর্বর্তী সরকার যখন জুলাইয়ে আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে সেসময় টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা বলেন, শুধু আওয়ামী লীগ ছাত্রলীগ নয়

বর্তমানে যারা রাজনীতি করে অপকর্ম করছে তাদেরও ডেভিল ঘোষণা করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এসময় দ্রুত সময়ে ডাকসুর দাবি জানান তারা।

এসময় অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইনের ভিত্তিতে আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে। আওয়ামী মতাদর্শ বাংলাদেশে রাজনীতি করতে পারবেনা বলেও জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি। ফ্যাসিবাদের দোসররা আস্ফালনের চেষ্টা করলে দ্বিগুণ শক্তিতে প্রতিহত করা হবে।

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন তরুণ ছাত্র নেতারা।

এএইচ