'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় সরকার'

দেশে এখন
0

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় সরকার। তবে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই সে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, পিরোজপুরের স্থানীয় সরকারের অধীনে বিভিন্ন প্রকল্পের ১৬শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১১ জন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ এবং উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের বিরুদ্ধে দুদকে মামলার সুপারিশ করা হবে।

ইএ