'কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না নির্বাচন কমিশন'

দেশে এখন
0

কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নির্বাচন কমিশন দাঁড়াতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফআইডি) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, 'কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না নির্বাচন কমিশন। নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করে যেতে চায় ইসি।'

তিনি বলেন, 'সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান পচে গেছে। যতক্ষণ না সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ না হয় ততক্ষণ নিরপেক্ষ ভূমিকা আশা করা ঠিক হবে না।'

সিইসি বলেন, 'কমিশনের উপরে রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আবারও সেই আগের মতোই নির্বাচন হবে।'

নির্বাচনের সম্ভাব্য সময় বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সবার সহযোগিতা পেলে নির্ধারিত সময় অনুযায়ী জাতিকে দেয়া ওয়াদা পালন করা হবে।’

এছাড়া যৌক্তিকভাবে নির্বাচন কমিশনের সমালোচনা করার কথাও বলেছেন তিনি। শুধু প্রশংসা বিষয়টি গ্রহণযোগ্য নয় বলেও জানান সিইসি।

অনুষ্ঠানে প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক এই তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

এসএস