কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নির্বাচন কমিশন দাঁড়াতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফআইডি) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।