ছাত্র–জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মোল্যা নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছিল। পরে তাকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১২টার পর নীলফামারীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে। পরে দুপুরে তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এছাড়া, রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকেও রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে।