আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে পেশ করা হয় আশু, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি সুপারিশমালা।
এ নিয়ে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়ে ব্রিফিং করেন আইন উপদেষ্টা।
ব্রিফিংয়ে বেসরকারি খাতে ঘুষ লেনদেনে শাস্তির বিধান, কালো টাকা সাদা না করা, তদন্তের জন্য পুলিশের স্বতন্ত্র ইউনিট গঠন, অনলাইনে সরকারি সাক্ষী দেয়ার ব্যবস্থা, মামলা জট কমাতে অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগ, আইনজীবীদের ফি নির্ধারণে লিখিত চুক্তি, মিথ্যা ও হয়রানি মামলা রোধে ব্যবস্থা নেয়াসহ ৫ টি কমিশনের আশু সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন তিনি।
আগামী ১ মাসের মধ্যেই ৫০ শতাংশ আশু করণীয় বাস্তবায়ন সম্ভব বলেও মনে করেন আইন উপদেষ্টা।
তবে নির্বাচন ও সংবিধান সংক্রান্ত আশু সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন বলেও জানান ড. আসিফ নজরুল।
তিনি বলেন, 'সরকারের সহনশীলতার কারণেই পতিত স্বৈরাচারীরা কর্মসূচি দিতে পারছে।'