আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মুহিম।
তিনি বলেন, 'রাজবাড়ি মাঠের সামনে শনিবার দিনভর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ হয়। সন্ধ্যার পর একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হত্যার উদ্দেশে গুলি ছোড়ে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মোবাশ্বের হোসেন ডান হাতে গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।'
ঘটনাস্থলে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বলেন, মাগরিবের নামাজের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এসময় মোটরসাইকেল যোগে দুইজন দুর্বৃত্ত গুলি ছুড়ে দ্রুত সটকে পড়ে। এতে মোবাশ্বের হোসেন গুলিবিদ্ধ হয়। আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাসায় তার অনুসারীদের হামলার ঘটনার চব্বিশ ঘণ্টা না পেরোতেই আবারো এমন হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্য গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।'
এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি। এমন গুজবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪০ থেকে ৫০ জনের একটি দল ছুটে যায় সেখানে।
পরে গাজীপুর এলাকায় মাইকিং করে এলাকাবাসী হামলা চালায় শিক্ষার্থীদের উপর। এ ঘটনায় আহত ১৫ শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা জানায় প্রকৃত ঘটনা।