'রোববার থেকে ছাত্র আন্দোলনে শহীদদের এককালীন অনুদান দেয়া শুরু হবে'

দেশে এখন
0

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের এককালীন অনুদান দেয়া শুরু হবে রোববার থেকে। যার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

আজ (শুক্রবার, ৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে একথা জানান তিনি ।

এসময় তিনি বলেন, 'সরকার জুলাই আন্দোলনে শহীদদের তালিকা গুরুত্বের সঙ্গে দেখছে। একইসঙ্গে আহতদের তালিকা প্রণয়নের কাজও চলমান।'

জুলাই আন্দোলনের সাথে একাত্তরের তুলনা করতে গিয়ে উপদেষ্টা বলেন, 'একাত্তরে শত্রু ছিল চিহ্নিত। লড়াইয়ে উভয়পক্ষই ছিল সশস্ত্র। তবে এবার লড়াই হয়েছে নিজের সাথে নিজের। তরুণরা এ লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন।'

যত সময় গড়াবে গণতন্ত্রের এ আন্দোলনে আরো তরুণ যুক্ত হবে বলেও জানান তিনি।

এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকেও শহীদ পরিবারকে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা দেন চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র।

ইএ