সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধিদলের ইন্দোনেশিয়া সফর

.
দেশে এখন
0

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি এর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দল ৪ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত ইউএন পিসকিপিং মিনিসটিরিয়াল-২০২৫ (UN Peacekeeping Ministerial-2025) এর ২য় প্রস্তুতি মূলক সভাতে অংশগ্রহণ করেন। আজ (শুক্রবার, ৭ ফেব্রুয়ারি) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ইউএন পিসকিপিং মিনিসটিরিয়াল বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ কৌশল ও চ্যালেঞ্জ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরাম হিসেবে পরিচিত।

ইউএন পিসকিপিং মিনিসটিরিয়ালের ২য় প্রস্তুতি মূলক সভার উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বিশ্ব শান্তি রক্ষায় অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ কৌশল ও চ্যালেঞ্জ সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন।'

উক্ত বৈশ্বিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (ক্যাথারিন পোলার্ড) সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক মতবিনিময়ের ফলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে।

এছাড়া অন্যান্য দেশের সাথে সহ-আয়োজক হিসাবে উক্ত ২য় প্রস্তুতিমূলক সভা আয়োজন এবং প্রতিনিধিত্ব করার মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়েছে।— আইএসপিআর

ইএ