এ সময় প্রেস সেক্রেটারি শফিকুল আলম, উপ-প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
তিনি বলেন, 'সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। এদিন সংস্কার কমিশনের প্রধানরা মিলে সর্বসম্মতভাবে স্বল্পমেয়াদি কিংবা দীর্ঘমেয়াদি সুপারিশ পেশ করবে। সংস্কার কার্যক্রমের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই গণ-অভ্যুত্থানে যে শক্তিগুলো রয়েছে তাদের কাছে সেদিনই পৌঁছে দেওয়া হবে।'
তিনি বলেন, 'কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রথম বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। যেখানে উপস্থিত থাকবেন ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।'
বৈঠকে আহ্বান জানানো হবে গণঅভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল পক্ষকে।
তিনি বলেন, 'আলেচনায় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কারের সিদ্ধান্ত আসবে এবং সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে।'