বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ থেকে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধ

দেশে এখন
0

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) থেকে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। অবরোধের আওতায় থাকবে মহাখালী রেলগেট, আমতলী ও গুলশান লিংক রোড।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিতুমীরের শিক্ষার্থীরা। ব্রিফিংয়ে অবরোধের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা দেয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত ৫ দিন ধরেই অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। 

রোববার শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখান করে সন্ধ্যায় মহাখালীর আমতলীতে সড়কে অবস্থান নেন তিতুমীরের শিক্ষার্থীরা। 

এসময় মহাখালী-বনানী ও গুলশান সড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। 

পরে রাত ৮টার দিকে ফের তিতুমীর কলেজের সামনে চলে আসেন শিক্ষার্থীরা। 

ইএ