আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর শ্যামলীতে আন্দোলনে আহতদের অবস্থান চলছে। সুচিকিৎসা, ক্ষতিপূরণ, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা।
তাদের দাবি, সুচিকিৎসার নামে কালক্ষেপণ চলছে। আর্থিক অনুদান বাড়ানোসহ রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে পুনর্বাসন কাজ দ্রুত সময়ে শেষ করতে হবে। এর আগে, একই দাবিতে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আন্দোলনে আহতেরা পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে।
এদিকে, শ্যামলীর শিশুমেলা মোড় অবরোধ করায় মিরপুর রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।