নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক তিন বিএনপির নেতাকর্মীর মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে লালপুর থানা ঘেরাও করার পাশাপাশি দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে তারা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন ও তার ছেলে অনিক এবং বিএনপি কর্মী ফিরোজ সম্প্রতি একই এলাকার আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি ও জাহাঙ্গীরের কাছে ২০হাজার টাকা চাঁদা নিতে যায়। এসময় দাবিকৃত চাঁদার টাকা দেওয়ার সময় আ.লীগের ওই দুইজন মোবাইল ফোনে ভিডিও করে রাখে তারা।
পরে ভিডিওটি লালপুর সেনাবাহিনীর কাছে দিলে রাত ১২টার দিকে বিএনপি নেতা খোকনসহ ৩জনকে আটক করে লালপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এই ঘটনার প্রতিবাদে এবং আটককৃতদের মুক্তির দাবিতে আজ সকাল ১০টায় লালপুর থানা ঘেরাও করে এলাকাবাসীরা। পরে তারা লালপুর-ঈশ্বরদি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।