ভোলায় বাস-সিএনজি শ্রমিক সংঘর্ষের ৩৪ ঘন্টা পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু

এখন জনপদে
দেশে এখন
0

ভোলায় বাস টার্মিনাল থেকে সিএনজি অটোরিকশা ও অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার প্রায় ৩৪ ঘন্টা পর ভোলা জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি) ভোর ৬টা থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে চরফ্যাশন, লালমোহন, দৌলতখানসহ দূরপাল্লার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়।

শান্তিপূর্ণ পরিবেশে যানবাহন চলাচল করায় স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা। গত মঙ্গলবার রাতে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি।

বুধবার রাতে জেলা প্রশাসকের মধ্যস্থতায় উভয়পক্ষের সমঝোতার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় মাস মালিক সমিতি।

এএম