ঢাবি ও ৭ কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-সংঘর্ষ; ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ এতে সাত কলেজ শিক্ষার্থীরা পিছু হটে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন। তবে উভয় পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চলছে। দফায় দফায় চলছে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে চার প্লাটুন বিজিবি।