দেশে এখন
0

সূচনা ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ: পুতুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি বলছে, জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে সূচনা ফাউন্ডেশনকে করমুক্ত করিয়ে নেন তিনি।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখছে দুদক। 

এর আগে, গত ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানায়, এ নির্দেশনার ফলে সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। 

এছাড়া সম্প্রতি পূর্বাচলে ১০ কাঠা প্লট জালিয়াতি ঘটনায় পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। 

ইএ