বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আগ্রহ নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেশ কীভাবে চালাতে হয় এ নিয়ে দাভোসে কথা বলেছিলেন শেখ হাসিনা। সেসময় কেউ তাকে কোনো প্রশ্ন করেননি। এটি মোটেও ভালো বিশ্ব ব্যবস্থা নয়।’ ফলে শেখ হাসিনা সরকারের স্বৈরাচারি হয়ে ওঠায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায় আছে বলেই মনে করেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেছেন, যা ঘটেছে, এর জন্য পুরো বিশ্বই দায়ী। তবে এটি বিশ্বের জন্য একটি শিক্ষা।
অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দিয়ে মানুষের জীবনমানের উন্নতির তুলনা করতে চান না উল্লেখ করে ড. ইউনূস বলেন, তিনি ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার দিয়েই সবকিছু বিবেচনা করার পক্ষে নন। সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয় এমন অর্থনীতি চান ড. ইউনূস।