দেশে এখন
0

ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট দুটি নৌরুটেই রাত দেড়টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় দুটি নৌরুটে দুইটি করে মোট চারটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে।

আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) সকালে ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে।

কুয়াশার ঘনত্ব অত্যন্ত বেশি হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এসময় পাটুরিয়ায় বরকত ও কপোতী এবং আরিচায় চিত্রা ও খান জাহান আলী নামের ফেরিগুলোকে মাঝ নদীতে নিরাপদ স্থানে নোঙর করা হয়েছে।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানায়, দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় দুটি নৌপথেই ফেরি চলাচল শুরু হবে।

এএইচ